সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে অবস্থানকারীদের দেশত্যাগ কিংবা ভিসার বৈধতা নেওয়ার সাধারণ ক্ষমার তারিখ ঘোষণা করেছে দেশটি।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাস কোন রকম জেল জরিমানা ছাড়া যারা পূর্বে আমিরাতে রেসিডেন্সি ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীরা আমিরাত ছাড়তে পারবেন। কিংবা এদেশে অবস্থানকে বৈধ করার সুযোগ পাবেন বলে জানায় আমিরাতের ‘ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ’ কর্তৃপক্ষ।
এদিকে বাংলাদেশ মিশনগুলো এ বিষয়টিকে ইতিবাচক বলে জানিয়েছে। অবৈধ হওয়া বাংলাদেশিরা আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে পারবেন বলে তারা জানিয়েছেন।
২০২০-২১ সালে করোনা পরবর্তী সময়ে হাজার হাজার বাংলাদেশি ভিজিট এবং অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন। ভিজিটে আশা এসব বাংলাদেশিদের মধ্যে অনেকে ভিসা চেঞ্জ করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন। এ সংখ্যা প্রায় কয়েক হাজারের উপরে হবে বলে ধারণা করা হচ্ছে সংশ্লিষ্টদের।
বিডি প্রতিদিন/এএ