একের পর এক ইতিহাস গড়েই চলেছেন নোভাক জকোভিচ। ৩৭ বছর বয়সেও খেলছেন শীর্ষ তারকা হিসেবে। তারুণ্যের শক্তিতেও তার সঙ্গে পারছেন না কার্লোস আলকারাজ আর জ্যানিক সিনারদের মতো তারকারা। জকোভিচ এবার দারুণ এক রেকর্ড গড়ার ইচ্ছে নিয়ে লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। দুদিন পরই শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেন। এখানে চ্যাম্পিয়ন হতে চান জকোভিচ। গড়তে চান ইতিহাস। পুরুষ ও নারী একক মিলে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ডটা ভাগাভাগি করছেন মার্গারেট কোর্ট ও নোভাক জকোভিচ। মার্গারেট দীর্ঘদিন আগেই টেনিসকে বিদায় জানিয়েছেন। জকোভিচের সামনে রেকর্ডটা এককভাবে নিজের করে নেওয়ার দারুণ সুযোগ অপেক্ষা করছে। তা ছাড়া ট্রফি জয়ের সেঞ্চুরিও পূরণ করতে পারেন তিনি। ওপেন যুগে ট্রফি জয়ের দিক দিয়ে সবার ওপরে জিমি কনোর। তিনি ১০৯টি ট্রফি জয় করেছেন। পরের স্থানেই আছে রজার ফেদেরার। সুইস তারকার থলিতে আছে ১০৩টি ট্রফি। ৯৯টি ট্রফি জিতে তিন নম্বরে নোভাক জকোভিচের অবস্থান। এবারের ইউএস ওপেনে দুটি দারুণ রেকর্ড অপেক্ষা করছে জকোভিচের সামনে।