নারী সাফ চ্যাম্পিয়নশিপের গত আসর অনুষ্ঠিত হয় ২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে। সেই আসরে স্বাগতিক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হন সাবিনা খাতুন। তিনি ৮টি গোল করেন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের পাশাপাশি টুর্নামেন্টসেরার পুরস্কারও জয় করেন সাবিনা।