ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ খেলতে কাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিলসহ অন্য দলগুলো। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ পয়েন্ট তালিকার ছয় নম্বরে থাকা বলিভিয়া। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ ড্র করে মাঠ ছাড়েন লিওনেল মেসিরা। ৯ ম্যাচে ৬ জয়, ২ হার ও ১টি ড্র করেছে আর্জেন্টিনা। অন্যদিকে সর্বশেষ তিন ম্যাচে কলম্বিয়া, চিলি ও ভেনেজুয়েলাকে হারিয়েছে বলিভিয়া। দুই দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখিতে চারবারই জিতেছে আর্জেন্টিনা। বলিভিয়া একবার। বাছাইপর্বে আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে আউটফিল্ডে বৃষ্টির পানি জমায় জয়বঞ্চিত হয় আর্জেন্টিনা। ম্যাচ শেষে লিওনেল মেসি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ রকম মাঠে খেলা খুব কঠিন হয়ে যায়। ভালোমতো টানা দুটি পাসও দিতে পারিনি। ম্যাচে ড্র করেছি, তবে মাঠের কারণেই যা চেয়েছিলাম তা সম্ভব হয়নি। আমাদের প্রস্তুতির বাইরে এমন ম্যাচ খেলতে হয়েছে।’
কাল সকালে পেরুর বিরুদ্ধে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবারের বাছাইপর্বটা একদমই ভালো যাচ্ছে না ব্রাজিলের। বিশ্বকাপের মূল পর্বে যাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল দলটির। তবে ঘুরে দাঁড়িয়েছে সিলেকাওরা। সর্বশেষ ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের ছয় থেকে চারে আসে ব্রাজিল। দলটি ৯ ম্যাচে ৪ জয়, ৪ হার ও ১ ড্রয়ে সংগ্রহ করেছে ১৩ পয়েন্ট। নয় নম্বরে থাকা পেরু সমান ম্যাচ খেলে ১ জয়, ৫ হার ও ৩ ড্রতে পেয়েছে ৬ পয়েন্ট।
পরিসংখ্যান বলছে, দুই দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখিতে পাঁচবারই জিতেছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া, ১৫ পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে, ১২ পয়েন্ট নিয়ে পাঁচে ইকুয়েডর এবং বলিভিয়া ১২ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে।