মিরপুরে বিদায় টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু খেলতে পারেননি। ক্যারিয়ারের শেষ টেস্ট সাকিব খেলতে পারেননি বলে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের অভিমত প্রকাশ করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। হতাশা পোষণ করেছেন সাকিবের ‘মেন্টর’ সালাউদ্দিন। তিনি লিখেছেন মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালেরও নাম। তার লেখায় স্পষ্ট হতাশা ফুটে উঠেছে। সালাউদ্দিন লিখেন, ‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করেছে বলে এরা খুনি? এদের সঙ্গে মিশেছেন? এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করিয়েছে, সেটা কি জানেন?’ সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ আরও লিখেন, ‘তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু। যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করেছে, তা কি দেখেছেন? সাকিব যে আঙুলে চিড় নিয়ে বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে, কাদের জন্য? দেশকে সবাই কম-বেশি ভালোবাসে। এদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না। এদের কাছ থেকে দেখেছি। এরা মানুষের উপকার ছাড়া কারও ক্ষতি করেনি, এরা খুনি না।’ মাঠ থেকে দেশসেরা ক্রিকেটার বিদায় নিতে না পারায় সালাউদ্দিন হতাশা থেকে লিখেন, ‘খুব কষ্ট পাচ্ছি মাঠ থেকে এদের বিদায় দেখতে পাব না। মানুষকে মাফ করুন। আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দেবেন। আমরা সবাই কম-বেশি অপরাধী। সম্মান কাউকে দিলে আপনিও সম্মানিত হবেন।’
সালাউদ্দিন বলেন, ‘সাকিব যদি অন্যায় করে থাকে তা তদন্ত করে বিচার হতেই পারে। যে ক্রিকেটার দেশকে এত কিছু দিল, বিশ্বমঞ্চে দেশের সুনাম বাড়াল তাকে বিদায়ী টেস্টে ঘরের মাঠে খেলতে দেওয়া হবে না এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কী হতে পারে। আমি বলব এতে শুধু সাকিব নয়, পুরো বিশ্ব ক্রিকেট অবাক হয়েছে।