চোটের কারণে অনেকদিন থেকেই মাঠের বাইরে নেইমার জুনিয়র। খেলতে পারেননি সর্বশেষ কোপা আমেরিকাতেও। অবশ্য মাঠে ফেরার লড়াই ইতোমধ্যে শুরু করে দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার আগেই তাকে দেখা যাবে ই-স্পোর্টস বিশ্বকাপে।
সৌদি আরবের আল হিলাল ক্লাবের হয়ে খেলেন নেইমার। এই সৌদিতেই এখন চলছে ই-স্পোর্টস বিশ্বকাপ। নেইমার নিজে গেমিং খুব ভালোবাসেন। প্রায়ই তাকে গেম খেলতে দেখা যায়। তাই হাতের কাছে থাকা সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন সাবেক বার্সা ও পিএসজি তারকা।
বেশ কয়েকটি সৌদি সংবাদ মাধ্যম জানিয়েছে, নেইমার ই-স্পোর্টস বিশ্বকাপে কাউন্টার স্ট্রাইক ২, রকেট লিগ এবং টেক্কেন এ তিনটি আলাদা গেম খেলবেন।
এদিকে, প্রায় আট মাসেরও বেশি সময় তিনি মাঠের বাইরে। লিগামেন্টের চোট সারতে বছরখানেক লেগে যেতে পারে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ