রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ এক ইনিংস খেলছেন মুশফিকুর রহিম। টাইগার এই ব্যাটার ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরিকে নিয়ে যাচ্ছেন ডাবল সেঞ্চুরির দিকে।
এরই মধ্যে ব্যক্তিগত ১৭০ রান পার করেছেন মুশফিক। তার ব্যাটে চড়েই পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে লিডের দেখা পেয়েছে বাংলাদেশ।
৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার লিটন দাস এদিন বেশিক্ষণ টিকতে পারেননি।
অপরাজিত ৫২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা লিটন আজ নিজের নামের পাশে যোগ করতে পেরেছেন কেবল ৪ রান। ৫৬ রান করে উইকেটের পেছনে ধরা পড়েছেন তিনি।
লিটন ফেরার পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে দারুন জুটি গড়েছেন মুশফিক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৪৯৫ রান করেছে বাংলাদেশ। লিড ৪৭ রানের। ষষ্ঠ উইকেটে ১৬৩ অবিচ্ছিন্ন জুটিতে রান তুলেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।
বিডি প্রতিদিন/এমআই