১৬ মার্চ, ২০২৩ ০৪:২৪

সাতক্ষীরায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ প্রতিদিনের ১৪তম বর্ষে পদার্পণ উৎসবমুখর পরিবেশে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সাতক্ষীরায়  উদযাপিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব হল রুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সভাপতিত্ব করেন। বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক মোজাফ্ফর রহমান, সিনিয়র সাংবাদিক সেলিম রেজা মুকুল, বাংলাভিশনের আসাদুজ্জামান, হাফিজুর রহমান হাফিজ, মনিরুজ্জামান তুহিন, শাকিলা ইসলাম জুঁই, আব্দুল আলিম, ডাক্তার শহিদুল প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর