ঝিনাইদহে পুলিশের সাঁড়াশি অভিযানে ২ জঙ্গি ও ৪ জামায়াত-শিবির কর্মীসহ ২৭ জনকে আটক করা হয়েছে।
গতরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সদর উপজেলায় ৫, শৈলকুপায় ৪, হরিনাকুন্ডুতে ৬, কালীগঞ্জে ৫, কোটচাদপুরে ৪ এবং মহেশপুরে ৩ জন রয়েছে। এদের মধ্যে কালীগঞ্জ ও কোটচাদপুরে ২ জঙ্গি রয়েছে।
এ আটকের বিষয়ে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।
তিনি আরও জানান, জেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন ১৬/ সালাহ উদ্দীন