বইমেলায় ক্যান্সারযোদ্ধা আবু তাহির মুস্তাকিমের 'গ্রেটা থুনবার্গ' জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলনে বিশ্বব্যাপী সাড়া ফেলা সুইডেনের স্কুলছাত্রী গ্রেটা থুনবার্গকে নিয়ে নতুন কিছু বলার নেই। তবে ইউরোপের সেই বিস্ময় বালিকার সাড়া জাগানো বই ‘নো ওয়ান টু স্মল টু মেইক এ ডিফরেন্স’ এবার বাংলা ভাষায় পড়া যাবে। অনুবাদ করেছেন বাংলাদেশের সাংবাদিক আবু তাহির মুস্তাকিম। বাংলা অনুবাদ ‘বদলে দেওয়ার জন্য কেউই ছোট নয়’।
বইটি প্রকাশ করেছে মাতৃভাষা প্রকাশ। গ্রেটার সেই বইটি বিক্রি করতে বইমেলার স্টলে এসেছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক ড. লরা কলিং।
মাতৃভাষার প্রকাশক নেসার উদ্দীন আয়ূব বলেন, ‘জার্মানির নাগরিক, অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক ড. লরা কলিং শনিবার স্বেচ্ছায় বইমেলায় এসেছেন। তিনি গ্রেটার বইটির কথা শুনে মাতৃভাষা প্রকাশের স্টলে আসেন। গ্রেটা থুনবার্গের বিশ্ববিখ্যাত বইটিতে অটোগ্রাফ দিয়েছেন। ক্রেতাদের সঙ্গে ছবি তুলেছেন।বইমেলায় অংশগ্রহণের অনুভূতি জানাতে গিয়ে ড. লরা কলিং বলেন, গ্রেটা থুনবার্গকে আমি সমর্থন করি। তার বইতে অটোগ্রাফ দিতে পেরে ভালো লাগছে। বাংলাদেশের বইমেলায় অংশ নিতে পেরে আমি আনন্দিত। মাতৃভাষা প্রকাশের প্রতি কৃতজ্ঞতা।
মাতৃভাষা প্রকাশ। বইমেলা স্টল নং ২০১-২০২। ফোন- ০১৭১১ ৩২৪ ৮৫৩। বইয়ের দাম ১৪০ টাকা। সাথে ২০ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ দিলে বই পৌঁছে যাবে আপনার ঠিকানায়।
উল্লেখ্য, সাংবাদিক আবু তাহির মুস্তাকিম বেশ কয়েক বছর ধরেই ক্যান্সারে ভুগছেন ভারতে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব