বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ বোটানি অলিম্পিয়াড-২০১৭’ এর বরিশাল বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি, বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং বরিশাল বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগ যৌথভাবে বরিশাল বিভাগীয় বোটানি অলিম্পিয়াড-২০১৭ আয়োজন করে।
বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুক্রবার সকাল ৯ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক। এরপরই মশাল প্রজ্জ্বলন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে বোটানি অলিম্পিয়াড-২০১৭ এর বিভাগীয় আহ্বায়ক ও বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. একেএম মাহবুব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনারারি প্রফেসর ও বাংলাদেশ জার্নাল অব বোটানির চিফ এডিটর ড. মনিরুজ্জামান খন্দকার, বাংলাদেশ বোটানিক সোসাইটির মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শেখ শামিমুল আলম, বাংলাদেশ বোটনিক সোসাইটির সদস্য প্রফেসর মো. আজিজুর রহমান, বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ভারপ্রাপ্ত প্রক্টর ও বোটানি অলিম্পিয়াড-২০১৭ এর সদস্য সচিব ড. সুব্রত কুমার দাস।
বরিশাল বিভাগীয় বোটানি অলিম্পিয়াড ২০১৭ অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন কলেজের কয়েক শ’ শিক্ষার্থী অংশ নেয়।
পরে অলিম্পিয়াডের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক বলেন, প্রকৃতিকে রক্ষা করতে হলে উদ্ভিদ সম্পর্কে আরও যত্নবান হতে হবে। উদ্ভিদই প্রকৃতিকে বাঁচিয়ে রাখে। এ ধরনের অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে গভীরভাবে জানতে ও গবেষণা করতে শিক্ষার্থীরা যেমন আগ্রহী হবে, তেমনি এই প্রতিযোগীদের মধ্য থেকে ভবিষ্যতে অনেক উচ্চমানের উদ্ভিদবিজ্ঞানী বেরিয়ে আসবে। তারা উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন শাখা সমৃদ্ধিতে অবদান রাখবে।
এর মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন শাখায় কোমলমতি শিক্ষার্থীদের পদচারণা আরও বৃদ্ধি পাবে বলে জানান উপাচার্য।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/এনায়েত করিম