রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে শুরু হয়ে ঢাকা-পাবনা মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এই মৌন মিছিলে অংশগ্রহণ করে তাঁদের প্রতিবাদ জানান। মিছিল শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীরা শাহজাদপুর বাজার, বিসিক বাসস্ট্যান্ড, বাঘাবাড়ি বন্দর, দিলরুবা বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় জনসংযোগ কার্যক্রম চালান।
সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ডিপিপি অনুমোদনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়ক এক ঘণ্টার জন্য অবরোধ করেন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার নয় বছর পার হলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অনুকূলে এখনও পর্যন্ত প্রয়োজনীয় অর্থসহকারে ডিপিপি অনুমোদন দেওয়া হয়নি। ফলে শিক্ষক রুম, শ্রেণিকক্ষ, পাঠাগার, আবাসন, হল, খেলার মাঠসহ বিভিন্ন অবকাঠামোগত সংকটে পড়েছে বিশ্ববিদ্যালয়টি।
তাঁরা আরও জানান, দীর্ঘদিন ধরে ডিপিপি অনুমোদনের দাবি জানানো হলেও তাতে কোনো অগ্রগতি নেই। এ পরিস্থিতিতে গত ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’-এর কর্মসূচি বয়কট করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করেছেন।
বিডি প্রতিদিন/জামশেদ