ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মাননা সূচক ‘ডিলিট’ ডিগ্রি দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১৬ জানুয়ারী প্রবণ মুখার্জিকে এ সম্মাননা জানানো হবে।
চবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, রাষ্ট্রপতির পরামর্শে প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। জরুরি একটি সিন্ডিকেট সভায় এটি অনুমোদন করা হয়।
জানা যায়, আগামী ১৬ জানুয়ারি প্রণব মুখার্জির চট্টগ্রাম আসার কথা রয়েছে। ওই সফরে তিনি প্রায় আড়াই ঘন্টা চবিতে অবস্থান করবেন। এসময় তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাস্টারদা ‘সূর্য সেন’ ও ‘প্রীতিলতা’ আবাসিক হল দুটি পরিদর্শন ও বঙ্গবন্ধু চত্বরে ফুল দেয়ার কথা রয়েছে। একটি স্পেশাল সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মাননা সূচক এ ডিগ্রি দেয়া হবে। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার