ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে।
১৬ জানুয়ারি সকাল ১০ টায় অনুষদ ভবনের দ্বিতীয় তলায় সংশ্লিষ্ট কমিটির আহবায়কের বিভাগীয় কক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ কোট উপ-কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।
সাক্ষাৎকারে ছাত্র-ছাত্রীদের আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সনদের মূল কপি, মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্কের প্রমাণপত্র এবং কোটা ও সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৮/ফারজানা