মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের সকল বিভাগের ওরিয়েন্টশন ক্লাস ৪ ফেব্রুয়ারি ২০১৮ অনুুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন সব কয়টি বিভাগের ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের উদ্দেশে উপদেশমূলক বক্তব্য রাখেন। তিনি নবীনদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার জন্য নিজেকে তৈরি করার আহ্বান জানান।
এ সময় বিভাগের শিক্ষকগণ, চেয়ারম্যান ও সংশ্লিষ্ট অনুষদের ডিনগণ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে ভাইস-চ্যান্সেলর পুরাতন শিক্ষার্থীদের নিয়ে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন।
বিডিপ্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান