আগামী ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ছুটি চলাকলীন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সকল কর্যক্রম বন্ধ থাকবে। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
তবে শীতকালীন এই ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলম।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, এবারের শীতকালীন ছুটি গত ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারী পর্যন্ত নির্ধারিত ছিলো। তবে ৭ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন উপলক্ষে নির্ধারিত ছুটি বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে ৬ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুন:নির্ধারণ করা হয়।
এদিকে এই ছুটি শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে যথানিয়মে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আবার শুরু হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার