পরীক্ষার নয় মাস পরেও ফলাফল প্রকাশ না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষর্থীরা।
রবিবার দুপুরে বিজ্ঞান বিভাগের অনুষদে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২০১৭ সালের এপ্রিলে পরীক্ষা শেষ হয় চতুর্থ বর্ষের। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার নয় মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশ করা হয়নি। এছাড়া দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয় ২০১৭ সালের মে মাসে। এটিরও ৮ মাস পেরিয়ে গেছে। এখনও ফলাফল প্রকাশ করা হয়নি। এতে দুই বিভাগের বিক্ষুব্ধ হয়ে তিন শিক্ষকের কক্ষে তালা লাগিয়ে দেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে তারা তালা খুলে দেন।
বিভাগের সভাপতি প্রফেসর ড. গাজী সৈয়দ মোহাম্মাদ আসমত বলেন, ‘কিছু সমস্যার কারণে দ্বিতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল সময়মতো দেয়া হয়নি। আজকে এক জরুরি বৈঠকে তিন দিনের মধ্যে ফলাফল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।'
বিডিপ্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান