চট্টগ্রাম বিশ্ববদ্যালয়ে (চবি) রিপন নামে ছাত্র শিবিরের সাবেক এক কর্মীকে আটক করেছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। রবিবার রাত সাড়ে ১০টার দিকে আবদুর রব হল থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত শিবিরের সাবেক ওই কর্মী প্রাণিবিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী জানান, রিপন নামে ওই শিক্ষার্থী জিজ্ঞাসাবাদে এক সময়ে শিবিরের রাজনীতি করতো বলে স্বীকার করেছে। তবে সে বর্তমানে রাজনীতি করে না বলেও জানায়। তার নামে কোনো মামলা আছে কিনা তা যাচাই-বাছাই করার জন্যে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল