'বই পড়ি স্বদেশ গড়ি'- স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৮ পালিত হয়েছে। জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সকল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচর্য অধ্যাপক ড. শাহিনুর রহমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, ইসস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার