নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩টি মাইক্রোবাসে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে মাইজদী থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে সোনাপুর ধানের বাজারের সামনে এ ঘটনা ঘটে।
এসময় ইট-পাটকেল নিক্ষেপ করে কয়েকটি গ্লাস ভাংচুর করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে গাড়িতে থাকা এক শিক্ষকসহ ২ জন আহত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসির ব্যক্তিগত সহকারী ইফতেখার রাজু ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, কি কারণে কারা হামলা করেছে, তা খতিয়ে দেখা হবে। এদিকে নাশকতার আশংকায় সুধারাম থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।
বিডি প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল