দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে টানা তিন দিন ধরে ক্যাম্পাসে ও আশে পাশে অবস্থান নিয়ে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল এর নেতৃত্ব গত বুধবার বিকাল থেকে অবস্থান নেয় কয়েক শত নেতা-কর্মী।
গতকাল রায় ঘোষণার পর রায়কে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করে গেটে এসে সমাবেশ করে প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী। জুমার নামাজের পর বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনকালে সকাল থেকে ক্যাম্পাস গেটে নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। একই সঙ্গে পুলিশের হাতে আটক ছাত্রদল সভাপতি রাজিব আহসানকে পুরান ঢাকার কোর্টে নেয়া হবে-এ খবরে ছাত্রলীগ ভিক্টোরিয়া পার্ক চত্বরে অবস্থান নেয়।
ছাত্রদল নেতারা যেন পুলিশের গাড়িতে হামলা বা গাড়ি ভাংচুর করতে না পারে সেজন্য ছাত্রলীগের সক্রিয় অবস্থান বলে জানান জবি ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম। আর এ প্রসঙ্গে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদনী রাসেল বলেন, ছাত্রদলের অতীত ইতিহাস ভাল না। তারা পুলিশের উপর হামলা করাসহ গাড়িতে অগ্নিসংযোগ করতে পারে সেজন্য আজও রাজপথে সক্রিয় ছিলাম। দুর্নীতি মামলায় কারো সাজা হওয়ায় দেশে নৈরাজ্য করতে দেব না।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল/রনি