লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের ভাঙচুর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা ও সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার দুপুর সাড়ে ১২টায় বেরোবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কমোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ।
তিনি বলেন, যারা যুক্তরাজ্যের দূতাবাসে বঙ্গবন্ধুর ছবি অবমাননা করেছে, তারা বাংলাদেশকে অবমাননা করেছে। তাই সাজাপ্রাপ্ত তারেক রহমানসহ যারা বিদেশে বসে বঙ্গবন্ধুর সোনার বাংলায় সন্ত্রাস, নৈরাজ্যের পাঁয়তারা করছে তাদের দেশে ফিরিয়ে এনে কঠিন সাজার দাবি জানান।
বিডিপ্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান