ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার উদযাপিত হল শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে-২০১৮। এ উপলক্ষ্যে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনসহ এই পরিবারের সকল অঙ্গপ্রতিষ্ঠান দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
১০ ফেব্রুয়ারি শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী চিত্রাংকন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় শান্ত-মারিয়াম একাডেমির পরিচালক মোসারাত সবনম, চিত্রশিল্পী হাশেম খান ও শাকুর শাহ্, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মোস্তাফিজুল হক উপস্থিত ছিলেন।
রবিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ভাষা সৈনিক কামাল লোহানী, ভাষা সৈনিক মতিনের সহধর্মিনী গুলবদ মতিন, শিল্পী অধ্যাপক শাকুর শাহ্, অভিনেতা আহমেদ শরীফ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ আব্দুর রৌফ, লেখিকা ফরিদা রহমান, কণ্ঠশিল্পী লিলি ইসলাম ও মেহেরুণ আহমেদ, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমান, রেজিষ্ট্রার এ. আর. হোসনে আরা রহমান ও অভিনেতা মজিবুর রহমান দিলুসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ ফাউন্ডেশনের সকল অঙ্গ প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিল্পী কলাকুশলীগণ উপস্থিত ছিলেন।
এ দিনও সকাল ৯.৩০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও লালমাটিয়ার সিটি ক্যাম্পাসে একযোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর সোনারগাঁও জনপদের ফাউন্ডেশন ভবনে পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়ার মধ্য দিয়ে কেক কেটে ফাউন্ডেশন ও এর জনকের জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর মোস্তাফিজুল হক। এরপর ছিল বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ ও শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিশু কিশোরদের উপস্থাপনায় নৃত্য ও সঙ্গীত পরিবেশন এবং সংবর্ধনা পর্ব। এই পর্বে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের পরিবারভূক্ত অঙ্গ প্রতিষ্ঠানসমূহকে সংবর্ধনা প্রদান ও শুভেচ্ছা বিনিময় করা হয়। শুভেচ্ছা পর্ব শেষে তথ্য চিত্র প্রদর্শন ও শান্ত-মারিয়াম বিশ্বদ্যালয়ের কালচারাল ফোরাম ও অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
এরপর অনুষ্ঠানের মধ্যমণি বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ, শান্ত-মাারিয়াম-ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকল অঙ্গ প্রতিষ্ঠানের সদস্যবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা