বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একই সময়ে একই স্থানে পৃথকভাবে সমাবেশ করেছে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের দু'টি গ্রুপ।
বিএনপির কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ এবং কর্মকর্তা-কর্মচারী’ এবং ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ নামের দুটি ব্যানারে অংশ নেয় সাদা দলের শিক্ষকরা। একই সময়ে একই দাবিতে সিনেট ভবনের সামনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ’ ব্যানারে সোনালী দলের শিক্ষকরাও মানববন্ধন করে।
জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ ও শিক্ষক ফোরামের সাদা প্যানেলের দাবি, তাদের কর্মসূচিতে শিক্ষক পরিষদ সংহতি জানায় নি। তারা পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। অন্যদিকে একই সমাবেশে সোনালী প্যানেলের শিক্ষকদের ব্যানারসহ দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও তাদের দাবি, খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাদের মানবন্ধনের সঙ্গে সাদা দলের কোন সম্পর্ক নেই।
এ ব্যাপারে সাদা প্যানেলের সদস্য ও শিক্ষক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, শিক্ষক পরিষদের শিক্ষকরা আমাদের সঙ্গে রাজনীতি করে না। তারা পৃথকভাবে শিক্ষক সমিতির নির্বাচন করে কখনও পদ পায় না। শিক্ষক পরিষদ আমাদের সাদা দলের কোন অনুষ্ঠানে থাকে না। তারা সংখ্যায়ও কম। আজকের কর্মসূচিতে তারা আলাদাভাবে দাঁড়িয়েছিলো। এ বিষয়ে তারা আমাদের সঙ্গে আগে কথা বলে আসেনি।
জানতে চাইলে সোনালী প্যানেলের সদস্য অধ্যাপক ড. মোর্শেদুল ইসলাম বলেন, ‘জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মানববন্ধন করেছি। একই সময়ে একই স্থানে জামায়াতপন্থী শিক্ষকদের সঙ্গে নিয়ে অন্যরাও মানববন্ধন করেছে। কিন্তু তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই।’
বিডি প্রতিদিন/এ মজুমদার