কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাকুরি ক্ষেত্রে কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটায় যোগ্যপ্রার্থী পাওয়া না গেলে শূন্য পদে মেধায় নিয়োগ দেয়া, কোটায় কোন ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেয়া, সরকারি চাকুরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা ও চাকুরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিক ব্যবহার নয়, এই ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষিত তরুণদের যথাযথ কর্মসংস্থান বিদ্যমান কোটা ব্যবস্থার কারণে কঠিন হয়ে যাচ্ছে। তাই অনতিবিলম্বে এই কোটা ব্যবস্থার সংস্কারের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে দুই সহস্রাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাবর প্রেরণ করেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ তাফসীর