ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। আজ সোমবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী।
এছাড়া ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব