নোয়াখালীর সোনাপুরের জিরোপয়েন্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তিনটি গাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ সকাল ১১টায় নোবিপ্রবি’র কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে নোবিপ্রবি শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নোবিপ্রবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক জনাব মাহাবুব ফরহাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ-আল মামুন, সহ-সভাপতি ড. গাজী মো: মহসীন। এছাড়াও এমন নিন্দনীয় ঘটনার প্রতিবাদে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ আতিকুল ইসলাম, প্রক্টর ও সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ মুশফিকুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও সহকারী অধ্যাপক জনাব আফসানা মৌসুমী এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে শিক্ষকরা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে এমন ন্যাক্কারজনক ঘটনা এই প্রথম। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় বক্তারা আরো কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল