খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৬ মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রদত্ত প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- স্নাতক (সম্মান) শ্রেণিতে জিপিএ ৪ এর মধ্যে ৩.৯১ অর্জনকারী পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ইমরান হোসেন, এগ্রোটেনোলজি ডিসিপ্লিনে জয়দেব গোমস্তা, অর্থনীতি শেখ ফায়জান বিন হালিম, রসায়নবিজ্ঞান রুম্পা কুন্ডু, এগ্রোটেনোলজি ঈশিতা মন্ডল ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে ইমতিয়াজ মাশরুর।
সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বর্ণপদক বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
বিডিপ্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান