চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের উপর হামলা, তাদের গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪ শিক্ষার্থীকে ২ বছরের জন্য বহিষ্কার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগের একাংশ। আজ দুপুর ১টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধ চত্বরের সামনে গিয়ে শেষ হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনছুর আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক, মোহাম্মদ মামুন, সাখাওয়াত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান মিযান, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বিপুল, উপ-গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন টিপু সহ আরো অনেকে।
মিছিলে নেতৃত্বদানকারী সকলই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারি হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের অনুসারি ছাত্রলীগের দু’টি পক্ষ। এরপর রাতে শাহজালাল ও শাহ আমানত হলে তল্লাশী চালিয়ে ধারালো অস্ত্র ও দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং কয়েকজন ছাত্রলীগ কর্মী আটক করে পুলিশ । এর প্রতিবাদে লাগাতার অবরোধের ডাক দেয় আ জ ম নাসির উদ্দিনের অনুসারীরা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে রাখলে টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। প্রতিবাদে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় ছাত্রলীগ। এসময় প্রক্টর অফিস ও সময় টিভির গাড়িতেও ভাঙচুর চালায় তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার