‘ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা আজ বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান।
কর্মশালায় বলা হয়, উদ্দেশ্যবিহীন লেখা-পড়া মূল্যহীন। উন্নতমানের গ্রাজুয়েট ও উন্নতমানের মানুষ তৈরি করতে হলে শিক্ষার মান উন্নত করতে হবে। এ কারণে প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এসময় বক্তৃতা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধারণ রঞ্জন ঘোষ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কমিশনের কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী।
বিডি প্রতিদিন/এনায়েত করিম