প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইটি আন্তর্জাতিক পুরস্কারে মনোনিত হওয়ায় ও তাঁর ৭২তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সহ-সভাপতি অনিকা ফারিহা জামান অর্ণা।
এসময় অর্ণা বলেন, ‘এক সময় ছিল যখন খালেদা জিয়া নেতৃত্বে ছিল তখন দুর্নীতিতে এক নাম্বার ছিল বাংলাদেশ। কিন্তু এখন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে প্রথম হয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছেন সেটি টিকিয়ে রেখেছেন তাঁরই কন্যা শেখ হাসিনা। আমরা তার দীর্ঘায়ু কমনা করছি। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসুক। আওয়ামী লীগ সরকার ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়।’
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আপনারা জানেন ঐক্য ফ্রন্ট নামে যে জাতীয় ঐক্য গঠনের পরিকল্পনা চলছে তা কিছু নয় সেটা হচ্ছে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার একটি অপপ্রয়াস।’ নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদেরকে সজাগ থাকতে হবে। যে কোন ক্রান্তিলগ্নে, যে কোন সময় আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, ইমরান খান নাহিদ, ইমতিয়াজ আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব, সহ-সম্পাদক সাদিকুল ইসলাম সাদিকসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ