রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী শনিবার। সমাবর্তনে সভাপতিত্ব করবেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য এদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।
প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) এর সাথে আমরা আলোচনা করেছি। মহামান্য রাষ্ট্রপতির জন্য তাদের চাহিদা অনুযায়ী আমরা সমাবর্তনের দিন ক্যাম্পাসে চলাচলের জন্য কিছু বিধি-নিষেধ জারি করেছি। সিদ্ধান্ত অনুযায়ী সমাবর্তনের দিন দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থী হলের ভেতর যাতায়াত করতে পারবে না। এসময় হল গেটে পুলিশ ও গার্ড থাকবে। নিরাপত্তার প্রয়োজনে হল গেটে তালাও লাগানো হতে পারে। তবে সব কিছু এসএসএফ এর চাহিদার ওপর নির্ভর করছে।
অধ্যাপক লুৎফর রহমান আরও বলেন, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট বন্ধ থাকবে। বিনোদপুর ও মেইনগেট দিয়ে শুধু রেজিস্ট্রার গ্রাজুয়েটরা যাতায়াত করতে পারবে। এসময় তাদেরকে সঙ্গে কার্ড রাখতে হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পাসের ভেতর সকল প্রকার দ্বিচক্র ও ত্রিচক্র যান চলাচল বন্ধ থাকবে। কোনো রেজিস্ট্রার গ্রাজুয়েট যদি গাড়ি নিয়ে আসে তবে তাকে মেইন গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকতে হবে। সেই গাড়ি সাবাস বাংলাদেশ মাঠে পার্কি করে ক্যাম্পাসে আসতে হবে। এছাড়াও ক্যাম্পাসে ভেতর যেসব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অবস্থান করবেন তাদেরকেও সঙ্গে আইডি কার্ড রাখতে হবে বলে জানিয়েছেন প্রক্টর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর