অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়নের জন্য প্রয়োজন সামাজিক শান্তি। সামাজিক শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতাও বজায় রাখতে হবে। সেই উন্নয়নের ধারাতেই বর্তমানে দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। সুনামগঞ্জসহ হাওর অঞ্চলগুলোতে যেখানে বিদ্যুৎ পৌঁছানো খুব কঠিন ছিল সেখানে আমরা হোম সোলার সিস্টেম ও সোলার লাইটিং এর ব্যবস্থা করেছি।
শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী শক্তি ও পরিবেশ বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলনের (আইসিইই) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একক জাতিগোষ্ঠী হিসেবে আমরা প্রথম যারা নিজেদের প্রতিষ্ঠা করার জন্য উপমহাদেশে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তাই বর্তমান তরুণদের জীবনের শক্তিতে বলীয়ান হতে হবে। জীবনের শক্তির জন্য প্রয়োজন শিক্ষা ও প্রযুক্তি এবং বর্তমান সরকার এর উপর সর্বোচ্চ গুরুত্ব রাখছে।
সম্মেলনে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অ্যাপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টের ইঞ্জিঃ মো. লুৎফর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন সম্মেলনের চেয়ার অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও সেক্রেটারি অধ্যাপক ড. মো. ফরহাদ হাওলাদার।
বিডি প্রতিদিন/ফারজানা