রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আজ ১০ম সমাবর্তন। সেই উপলক্ষে গ্র্যাজুয়েটদের আগমনে মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ চত্বর। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ সভাপতিত্ব করবেন।
প্রাণের ক্যাম্পাসে জীবনটাকে একটু উপভোগ করতে শত ব্যস্ততার মাঝেও ছুটে এসেছেন গ্রাজুয়েটরা। ইতোমধ্যে তাদের বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গ্রাজুয়েটদের সনদ দেয়ার পাশাপাশি প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও লেখক সেলিনা হোসেনকে সম্মাননাসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করা হবে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইমেরিটাস আলমগীর মো. সিরাজুদ্দীন। এছাড়াও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। রাষ্ট্রপতির অনুষ্ঠানে যোগ দেয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর