জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল রবিবার ৩০ সেপ্টেম্বর থেকে। এবারের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহায়তা দিতে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ভর্তি পরীক্ষা নিয়ে শাখা ছাত্রলীগ একটি মতবিনিময় সভার আয়োজন করে।সভায় নেতাকর্মীরা ভর্তিচ্ছুদের সহায়তা দিতে শাখা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের কাছে বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন।
শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা জানান, "শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে অনেক ধরনের সমস্যায় পড়ে যায়। অনেকেই অনেক কিছু বুঝে উঠতে পারে না। তাই শিক্ষার্থীদের সহায়তা দিতে পরীক্ষা চলাকালীন আমাদের স্বেচ্ছাসেবী টিম সার্বক্ষণিক কাজ করবে। তারা বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবে। এছাড়া হলে হলে ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা করে দিতেও আমাদের কর্মীরা সহায়তা করবে। বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় যেন জ্যাম পড়ে না যায় এবং পরিবহন থেকে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে সেজন্য হাইওয়ে পুলিশের সাথে আমাদের নেতাকর্মীরা কাজ করবেন। গাড়ি পার্কিংয়ে যেন বিশৃঙ্খলা না হয় সেজন্যও আমরা কাজ করব।"
জুয়েল রানা আরও জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ছাত্রলীগের চিকিৎসা কেন্দ্র থাকবে। এখানে প্রাথমিক চিকিৎসা, পানি, স্যালাইন ও ওষুধের ব্যবস্থা থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার