প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী উৎসব উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব সোশাল সায়েন্স এন্ড হিউমিনিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আতিকুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. আতিকুর রহমান ভ‚ঞা, কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী মো. মহসিন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নন্দিতা সরকার, অফিসার্স এসোশিয়েসন এর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল হক নোয়াখালীসহ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন এ তথ্য জানিয়েছেন।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৮/হিমেল