রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৫তম ও দ্বিতীয় নারী ছাত্র উপদেষ্টা হলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু। সোমবার দুপুর সাড়ে ১২টায় ছাত্র উপদেষ্টা দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান অধ্যাপক লায়লা আরজুমান বানুকে ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করেন।
এর আগে, ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। তিনি ২০১৮ সালের ১৭ মে ছাত্র উপদেষ্টা পদ থেকে অব্যাহতি নিয়ে ১৯ মে পটুয়াখালি জেলার জেড এইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন। এরপর ১৯ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শূন্য পদে ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।
আজ সোমবার প্রায় চার মাস পরে নতুন দ্বিতীয় নারী ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু।
দায়িত্ব গ্রহণের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, জনসংযোগ দফতরের সাবেক প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে নতুন ছাত্র উপদেষ্টা লায়লা আরজুমান বানু বলেন, ‘ছাত্র উপদেষ্টা দফতর একটি গুরুত্বপূর্ণ দফতর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো।’
এসময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম