জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে 'স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা এবং চার দিনব্যাপী ‘বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী-২০১৮’ আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী-২০১৮’এর উদ্বোধন ঘোষণা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। উদ্বোধনের সময় তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশকে পৃথক ভাবে পরিচয় করার প্রয়োজন নেই। স্বাধীনতা বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর আদর্শকে এগিয়ে নেয়ার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মো. মোকলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তগীন, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বজলুর রশিদ খান, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা। আলোচনা অনুষ্ঠানের পরবর্তী অংশে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নিচতলায় ‘বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী-২০১৮’ এর উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ৫০ জন শিল্পীর ৭০টির বেশি শিল্পকর্মের মধ্যে প্রথম ছয়জনকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় উপাচার্য মীজানুর রহমান ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ অন্যান্য অতিথিবৃন্দরা পুরো গ্যালারি পরিদর্শন করেন। প্রদর্শনীতে সার্বিক সহায়তা করে চারুকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার