বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ক্যাফেটেরিয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক, প্রক্টর, চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, পরিচালকগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, দফতরপ্রধান, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, টিএসসির পরিচালক, নির্বাহী প্রকৌশলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য বলেন, ক্যাফেটেরিয়াটি শিক্ষার্থীদের। তাই এটিকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্বও শিক্ষার্থীদের। উদ্বোধনের পর উপচার্য ক্যাফেটেরিয়ার বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭ বছর পর বর্তমান উপাচার্যের প্রচেষ্টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াটি চালু হলো। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হয়েছে।
এদিকে, মঙ্গলবার বিকেলে উপাচার্যের উপস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম