বর্ণাঢ্য অায়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার অনুষদের টিচার্স লাউঞ্জে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
এছাড়া অনুষদের প্রাক্তন-বর্তমান, প্রবীন ও নবীন শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠান শেষে অনুষদের একটি ওয়েবসাইট উদ্বোধন করেন উপাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সামাজিক বিজ্ঞান অনুষদের প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের স্মরণ করেন। তিনি বলেন, এটি একটি অসাধারণ মিলনমেলায় পরিণত হয়েছে। অনুষদের প্রবীন শিক্ষকদের সাথে নবীনদের যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে এই মিলানমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম