খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এ উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে শোভাযাত্রা ময়লাপোতা মোড় হয়ে শিববাড়ি মোড়, নতুন রাস্তার মোড়, বয়রা বাসস্ট্যান্ড, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, জয়বাংলা মোড় এবং জিরো পয়েন্ট হয়ে ফের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছায়। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসে রং উৎসবে মেতে ওঠে। প্রথম দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল দ্বিতীয় দিন খুলনা বিশ্ববিদ্যালয়েন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুক্রবার কনসার্ট অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/৩ সেপ্টেম্বর ২০১৮/হিমেল