চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দক্ষিণ ক্যাম্পাসে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আজাদীর বাসভবনে একটি বিষধর সাপ পাওয়া গেছে। বুধবার রাতে তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে বাসার দরজার সঙ্গে জড়ানো অবস্থায় সাপটি দেখতে পায়। পরে অবশ্য সাপটি মেরে ফেলা হয়।
অধ্যাপক আলী আজাদী বলেন, ‘মেয়ের চিৎকার শুনেই বাইরে গিয়ে দেখি বাসার দরজার ভেতরে অর্ধেক ও বাইরে অর্ধেক আটকে পড়া একটি সাপ। মেয়ে সাপটি দেখে দ্রুত দরজা বন্ধ করে দিলে সাপটি দরজার ফাঁকে চাপা পড়ে। একটু এদিক-সেদিক হলেই সাপটি বাসায় ঢুকে যেতো। সাপটির পুরো শরীরে লাল ও কালো কালো দাগ রয়েছে।’
প্রসঙ্গত, গত একমাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, শিক্ষকদের বাসাসহ বিভিন্ন জায়গায় ছয়বার সাপ দেখা গেছে। যার ফলে শিক্ষক-শিক্ষার্থীরা সাপ আতঙ্কে দিন পার করছেন। এছাড়া আবাসিক হলগুলোর বিভিন্ন রুম থেকে একাধিক বিষধর সাপ মারা হয়েছে। সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় বিশেষ করে হলের নিচতলায় অবস্থান করা রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাহাড় ও বনজঙ্গলে ঘেরা চবি ক্যাম্পাসের সর্বত্রই এখন সাপ-আতঙ্ক বিরাজ করছে বলে জানান শাহজালাল আবাসিক হলের ছাত্র তাইজুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার