দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষক একে অপরকে হুমকিসহ উচ্ছৃংখল আচরণ করার পাল্টাপাল্টি অভিযোগ করেছেন রেজিস্টারের কাছে। এ ঘটনায় হাবিপ্রবি কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
হাবিপ্রবি’র ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক কুতুব উদ্দিন এবং সহকারী প্রক্টর ও একই বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ পাল চৌধুরী এ অভিযোগ করেন।
হাবিপ্রবি’র ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক কুতুব উদ্দিন জানান, গত ৬ সেপ্টেম্বর একাডেমিক সভা চলাকালীন ওই শিক্ষক নির্ধারিত সময়ের পরে উপস্থিত হয়। যার পূর্বে একটি সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি গৃহীত সিদ্ধান্ত নিয়ম বহির্ভূতভাবে পরিবর্তন করতে চাইলে আমি আপত্তি জানাই। এসময় সে আমাকে হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি আরও জানান, বিগত বছরের প্রশ্নপত্র হুবহু তা পরের বছরের শিক্ষার্থীদের পরীক্ষা নেয়। এসব অভিযোগ করে তার বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে হাবিপ্রবি’র সহকারী প্রক্টর ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ পাল চৌধুরী আনিত অভিযোগ অস্বীকার করে জানান, ওই শিক্ষক নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা-বানোয়াট অভিযোগ দিয়েছে। শিক্ষক হিসেবে তিনি আমার সাথে সৌজন্যমূলক আচরণ করেননি। তাই তার বিরুদ্ধে ১৮ সেপ্টেম্বর অভিযোগ দিয়েছি। আপনারা সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। সঠিক ও সুষ্ঠু তদন্ত হলে আসল তথ্য বেরিয়ে আসবে।
অভিযোগের ব্যাপারে তদন্ত কমিটি দায়িত্বে থাকা অধ্যাপক ড. ফাহিমা খানমকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
হাবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম একই বিভাগের দুই শিক্ষকের পরস্পর বিরোধী লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে ১৯ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে কমিটির তদন্ত রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৮/হিমেল