জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘ইউনিট-২’ (মানবিক শাখা)-এর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে ওই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে তাদের পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এরা হলেন মার্কেটিং বিভাগের ২য় সেমিস্টারের ছাত্র জয়নুল আবেদীন ও মোবারক ঠাকুর প্রিন্স।
লিখিত অভিযোগে ওই পরীক্ষার্থী জানান, দুপুরে পরীক্ষা শেষে বিজ্ঞান অনুষদের পাশ দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে ডেকে আপত্তিকর মন্তব্য করে। এছাড়া ওড়না না পড়ার জন্যও তাকে হেনস্থা করা হয়।
এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. নুর মোহাম্মদ বলেন, ‘ওরা ইভটিজিং এর মতোই আচরণ করেছে। আমরা অভিযুক্ত শিক্ষার্থীদেরকে আটক করে পুলিশে দিয়েছি। এখন ইভটিজিং এর শিকার ওই শিক্ষার্থী চাইলে মামলা করতে পারে।’
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘পরিস্থিতি শান্ত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দুইজনকে আমাদের কাছে দিয়েছে। তবে এখনো কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। ’
বিডি প্রতিদিন/৭ অক্টোবর ২০১৮/হিমেল