প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটাপদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারির প্রতিবাদে এবং ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় (চবি) মুক্তিযুদ্ধ মঞ্চ।
আজ দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটে চট্টগ্রাম- হাটহাজারী মহাসড়ক অবরোধ করে। এ সময় টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান করে তারা।
সম্প্রতি কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করায় আন্দোলনে নামে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম। এসময় প্রজ্ঞাপন প্রত্যাহার করে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনীদের জন্য পুনরায় ৩০ শতাংশ কোটা বহাল, সরকারী চাকরি থেকে জামাত-শিবিরকে প্রত্যাহার, প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে স্বাধীনতাবিরোধী চক্রের অনুপ্রবেশ রোধে বিভিন্ন স্লোগান দেয় মুক্তিযুদ্ধ মঞ্চ।
অবরোধচলাকালীন সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুজ্জামান শুভর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র রাফাত এবং ইংরেজি বিভাগের সরওয়ারসহ মুক্তিযোদ্ধা মঞ্চের নেতাকর্মীরা বক্তব্য দেন।
পরে দেড়টার দিকে সেখানে হাটহাজারী সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল মাসুম এবং বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার