আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের জয় অব্যাহত রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা মোটরবাইক নিয়ে শোডাউন দিয়েছে। এতে প্রায় দুইশ' নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল শোডাউনটি আজ রবিবার দুপুর ১টায় চবি রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে শহীদ মিনার, প্রশাসনিক ভবন,প্রক্টর অফিস, কেন্দ্রীয় লাইব্রেরি, চাকসু ভবন এবং বিভিন্ন একাডেমিক ভবন প্রদক্ষিণ করে ১নং রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
শোডাউন শেষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য সুজয় বড়ুয়া এবং সাবেক সদস্য জে এস সোমেন দত্ত চবি স্টেশন চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সাবেক ছাত্রলীগ সদস্য সুজয় বড়ুয়া বলেন, চবি ছাত্রলীগ শোভন-রাব্বানী ভাইয়ের নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি জামায়াত-শিবিরের সকল ষড়যন্ত্র মোকাবেলা ও প্রতিহত করতে প্রস্তুত।
জে এস সোমেন দত্ত বলেন, চবি ছাত্রলীগ বিএনপি জামায়াত-শিবির এবং ছাত্রলীগের ভিতর ঘাপটি মেরে বসে থাকা তাদের প্রেতাত্মার সকল নীল নকশা ভেঙে দিতে প্রস্তুত।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক উপ ধর্ম বিষয়ক সম্পাদক রুবেল,সাবেক ছাত্রলীগ নেতা কাজী নজরুল ইসলাম (রিয়াজ), নাইমুল হাসান, রিহাত,রায়হান, তানজীম, রাকিবুল হাসান বাবু, দেলোয়ার, আলতাফ হোসেন, আরিফ, রানা, তানভীর, সৌরজিৎ, রায়হান উদ্দিন, বাবু গিয়াস,শফিক, ওয়াহিদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৭ অক্টোবর, ২০১৮/মাহবুব