দেশের লাখো মানুষ বর্তমানে মোবাইলের মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের সেবা পাচ্ছে। কৃষকদের কৃষি সংক্রান্ত, রোগীর রোগ সংক্রন্ত সমস্যার সমাধান খোজছে এই মোবাইলের মাধ্যমে। অর্থনৈতিক লেনদেনের প্রয়োজনও মেটাচ্ছে এ মোবাইল। দেশের তরুণ সমাজের অগ্রণী ভুমিকার কারণেই এটা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান।
গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘রিথিংকিং ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়া-২০১৮’ শীর্ষক দুই দিনের এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. মশিউর বলেন, আমাদের যানজট নিরসন করতে হলে ঢাকা শহরে জনসংখ্যার চাপ কমাতে ছোট ছোট শহর গড়ে তুলতে হবে। অর্থনীতিকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে বৃহৎ উৎপাদনের দিকে নজর দিতে হবে। কারণ মুক্ত বাজারে তীব্র প্রতিযোগীতা বিদ্যমান। এই বাজারে ভবিষ্যতে টিকে থাকতে হলে বৃহৎ উৎপাদনের বিকল্প নেই। দেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর ক্ষুদ্র উৎপাদনের সীমাদদ্ধতাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্না বলেন, ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের চারটি দেশের উন্নয়ন ইতিহাস পড়ানো হতো। আর সেসব দেশগুলো উন্নয়ন মডেল অনুকরণ করতো অন্য দেশগুলো। ঢাকা শহরে ২ কোটি মানুষ বাস করে। অথচ বিশ্বের ১১২টি দেশে এতো জনসংখ্যা নেই। বিপুল জনসংখ্যার এদেশ পরিচালনা করা সহজ নয়। তারপরেও এই কঠিন কাজটি আমরা করছি।
সমাজ বিজ্ঞান রিসার্চ ইন্সটিটিউটের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের পরিচালক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবির উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং 'মানুষের জন্য ফাউন্ডেশনের' নির্বাহী পরিচালক শাহীন আনাম।
সম্মেলনে উন্নয়ন বিতর্ক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিল্লির সেন্টার ফর ডেভলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক অরূপ কুমার ধর। সম্মেলনে আমেরিকা, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালয়েশিয়া, থাইল্যান্ড ও নেপালের ২০ জন গবেষক সহ মোট ১৫০ জন গবেষক অংশ নিচ্ছেন। সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৮০ টি প্রবন্ধ উপস্থাপিত হবে। দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে প্রতিদিন ৬ টি করে মোট ১২ টি প্যানেলে প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর