টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্ডিনেন্স বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
এদিকে একই দাবি জানিয়েছে ছাত্রলীগের নেতারাও। তাদের অন্য দাবিগুলো হলো যৌন নিপীড়নকারী শিক্ষকের শাস্তি ও ছাত্রলীগের সভাপতিসহ ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়।
দাবি না মানলে সাধারণ শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি সজিব তালুকদার, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ দিকে বেলা সাড়ে ১১টার দিকে অর্ডিনেন্স বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা।
এদিকে রিজেন্ট বোর্ডের সভায় ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে বহিষ্কার করায় বিশ্ববিদ্যালয়ের ৫২জন শিক্ষক তাদের পদত্যাগ পত্র প্রত্যাহার করে কর্মস্থলে যোগ দিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা