জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্চু এক তরুণীকে যৌন হয়রানির করায় ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জয়নুল আবেদীন এবং মোঃ মোবারক ঠাকুর প্রিন্স এর সরাসরি জড়িত থাকার সত্যতা পাওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের এই আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ নয় এবং শৃঙ্খলা পরিপন্থী। এই ধরনের শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না তার লিখিত জবাব আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য তাদের নির্দেশ প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/৯ অক্টোবর ২০১৮/হিমেল