শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৫ জন শিক্ষার্থী। এবছর কোটা সহ সর্বমোট ১৭০৩ আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নিবে ৭৬,১৭০ জন শিক্ষার্থী।
ভর্তি কমিটির সদস্য সচিব জহির উদ্দিন আহমেদ বলেন, আগামীকাল শনিবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের আটটি সেন্টার সহ সিলেটের সর্বমোট ৫৩ টি কেন্দ্রে পরীক্ষা হবে। সকাল ৯ টায় সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত বিষয়গুলোর জন্য এ ইউনিট ও দুপুর ২ টায় বিজ্ঞান অনুষদভূক্ত বিষয়গুলোর জন্য জন্য বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া আসন বিন্যাস ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে সব ধরনের মিছিল, মিটিং নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন